সৌন্দর্যচর্চায় বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। মুলতানি মাটি বা ফুলার’স আর্থ প্রাকৃতিক খনিজে ভরপুর। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটি ধুলোময়লা পরিষ্কার ও অতিরিক্ত তেল শোষণ করতে দূর্দান্ত কার্যকরী। কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুল পরিষ্কার এবং তৈলাক্ত ভাব দূর করতে মুলতানি মাটির ব্যবহার খুবই কার্যকর। সত্যি বলতে ত্বকের জেল্লা ফেরাতে আর ভালো রাখতে ম্যাজিকের মতো কাজ করে এই মুলতানি মাটি। তা আর বলার অপেক্ষা থাকে না। তাই আয়ুর্বেদেও রূপটানে এই মাটির বিশেষ কদর আছে। নিয়মিত ব্যবহার করলেও অনেকেই জানেন না এই মুলতানি মাটি কী। এটি এক ধরনের কাদামাটি। এটি জলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হয়। ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগ ইত্যাদি কমাতে এই মাটির ফেসপ্যাক ব্যবহৃত হয়।